পাতা
এ কার্যালয়ে যে সকল সুবিধা সমূহ পাওয়া যাবেঃ
যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারীত ট্রেডে অপ্রাতিষ্টানিক বা প্রাতিষ্টানিক প্রশিক্ষণ গ্রহণঃ
সংশ্লিষ্ট বিষয়ের উপর ঋণ গ্রহণ:
সংগঠন রেজিষ্ট্রেশন :
অনুদান প্রদান :
সরকারী অন্যান্য সুবিধা সমূহঃ
.......................................................................................................................................
যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারীত ট্রেডে অপ্রাতিষ্টানিক বা প্রাতিষ্টানিক প্রশিক্ষণ গ্রহণে শর্তাবলীঃ
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
জাতীয় যুব নীতিমালা অনুযায়ী ১৮-৩৫ বছর হতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারীত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
........................................................................................................................
সংশ্লিষ্ট বিষয়ের উপর ঋণ গ্রহণে ঋণ গ্রহীতার যোগ্যতাঃ
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে
প্রকল্পটি সম্ভবতা যাচাইয়ে (পরিদর্শনে) যোগ্য হতে হবে।
প্রস্তাবিত প্রকল্পটির গ্রহণযোগ্যতা থাকতে হবে।
প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেড সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ের সনদ প্রাপ্তির ০৩ বছরের মধ্যে ঋণের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর
সাদা কাগজে আবেদন করতে হবে।
আবেদনকারীকে অন্যকোন প্রতিষ্টান থেকে ঋণ নেয়া থাকলে তাহার নো-অবজেকশন সনদ দিতে হবে
গৃহীত প্রকল্পের ২০% কাজ নিজের অর্থে সম্পন্ন করতে হবে।
উপরোক্ত শর্তাবলী সম্পন্ন হলে ২০/= টাকা মূল্যমানের ঋণের আবেদন পাওয়া যাবে।
আবেদন পত্রের সাথে আবেদনকারীর স¤প্রতি তোলা ০৩ কপি ছবি
চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র
মূল সনদ ব্যাংক একাউন্ট নম্বর
বিঃদ্রঃ যুব উন্নয়ন অধিদপ্তরের অনলাইনপেজে ঋণের আবেদন করতে হবে।
১ম জামিনদারঃ
আবেদনকারীর সমর্থনে যিনি জমির জামিনদার হবেন তাহার নামে ক্রয়কৃত নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ০২ কপি ছবি দিতে হবে।
আবেদনকারীর আবেদনকৃত ঋনের দ্বিগুন সম্পত্তির মূল দলিল(মিউটেশন পর্চা সহ),হালনাগাদ দাখিলা থাকতে হবে।
প্রকল্পটি লিজ হলে তাহার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ০২ কপি ছবি দিতে হবে।
২য় জামিনদারঃ
যে কোন একজন সরকারী চাকুরীজিবি জামিনদার হতে হবে এবং (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের প্রত্যায়ন দিতে হবে ও ০২ কপি ছবি দিতে হবে।
উপরোক্ত শর্তাবলী পূরণ হলেই সংশ্লিষ্ট কমিটির অনুমোদন স্বাপেক্ষে ঋণ পাওয়া যাবে।
কাহার নিকট যোগাযোগ করতে হবেঃ
প্রশিক্ষণ,ঋণ সংশ্লিষ্ট,সংগঠন রেজিষ্টেশন ও অনুদান প্রাপ্তি বিষয়ে এ কার্যালয়ের ০৩ জন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে।
এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,কামারখন্দসিরাজগঞ্জ।
সিটিজেন চার্টার
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
ক্রমনং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বচ্চো সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন প্রাপ্তির স্থান |
সেবামূল্য এবংপরিশোধের পদ্ধতি(যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্র্তার পদবী রুম নম্বর,জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
ঊর্ধ্বতন কর্মকর্র্তার পদবী রুম নম্বর,জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
১ |
যুবদের প্রশিক্ষণ প্রদানঃ কোর্সের নাম সমূহ |
কোর্সের মেয়াদ |
১। নির্ধারিত আবেদন ফরম ২। দুই কপি ছবি ৩। জন্ম নিবদ্ধন সনদপত্র /জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪। অষ্টম শ্রেণী/এস,এস,সি/ এইচ,এস,সি,র সত্যায়িত সনদপত্র(বিজ্ঞপ্তিনুযাযী) |
প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে জেলা/স্ব-স্ব উপজেলা কার্যালয় |
সর্বমোট ভর্র্তি ফি ট্রেডভিত্তিক |
উপপরিচালকের কার্যালয়ঃ উপপরিচালক,সহকারী পরিচালক,স্ব-স্ব ট্রেডের প্রশিক্ষকঃ ফোন- ০২৫৮৮৮৩০৭১৫ ই-মেইল: ddsirajganj@dyd.gov.bd
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ স্ব-স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাঃ ফোন- 02588835308 ই-মেইল: youth.kamarkhand.sirajganj.gov.bd |
উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ,সিরাজগঞ্জ
ফোন- ০২৫৮৮৮৩০৭১৫ ই-মেইল: ddsirajganj@dyd.gov.bd
|
1। গবাদিপশু,হাঁস-মুরগীপালন,মৎস্যচাষ,কৃষি বিষয়ক |
৩ মাস |
১০০/- |
|||||
2। কম্পিউটার বেসিক এস্ড আইসিটি এ্যপ্লিকেশন |
৬ মাস |
১০০০/- |
|||||
3। মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন |
৬ মাস |
৫০০/- |
|||||
4। পোশাক তৈরী |
৩ মাস |
৫০/- |
|||||
5। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং |
৩ মাস |
৩০০/- |
|||||
6। ইলিকট্রিক্যাল |
৬ মাস |
৩০০/- |
|||||
7। ইলেকট্রনিক্স এন্ড হাউস ওয়ারিং |
৬ মাস |
৩০০/- |
|||||
8 ।মৎস্যচাষ |
৬ মাস |
৫০/- |
|||||
9। এবং প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বর্ষ পুঞ্জি অনুসারে |
বিজ্ঞপ্তি অনুযাযী |
নির্ধারিত টাকা সরাসরি জমা প্রদান |
|||||
2 |
যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব ঋণ প্রদান |
১ মাস |
১।নির্ধারিত আবেদন ২।প্রশিক্ষণ সনদ ৩। নিশ্চয়তাকারী ও আবেদনকারীর ৩কপি করে সত্যায়িত ছবি। ৪। জমির মূল দলির/পর্চা(হালসনের খাজনা দালিলা ৫। প্রকল্প বিবরণী ৬। অংগিকারনামা |
স্ব-স্ব উপজেলা কার্যালয় |
অনুমোদিত যুবঋণের উপর ৫% ক্রমহ্রাসমান হারে সার্ভিস চার্জ বা ঋণ নির্দেশিকানুযায়ী |
স্ব-স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ,সিরাজগঞ্জ ফোন- ০২৫৮৮৮৩০৭১৫ ই-মেইল: ddsirajganj@dyd.gov.bd
|
3 |
যুব সংগঠণ নিবন্ধন |
২ মাস |
নির্ধারিত আবেদনপত্র এবং আবেদনপত্রে উল্লেখিত কাগজপত্র |
উপপরিচালকের কার্যালয় |
৫০০/- |
উপপরিচালকের কার্যালয়
|
ঐ
|
4 |
যুব সংগঠণ সমূহে অনুদান প্রদান |
বিজ্ঞপ্তি অনুযাযী |
নির্ধারিত আবেদনপত্র এবং আবেদনপত্রে উল্লেখিত কাগজপত্র |
জেলা/স্ব-স্ব উপজেলা কার্যালয় |
খরচ নেই |
স্ব-স্ব জেলা/উপজেলা কার্যালয় |
ঐ
|
5 |
জাতীয় যুব পুরস্কার |
বিজ্ঞপ্তি অনুযাযী |
নির্ধারিত আবেদনপত্র এবং আবেদনপত্রে উল্লেখিত কাগজপত্র |
জেলা/স্ব-স্ব উপজেলা কার্যালয় |
খরচ নেই |
স্ব-স্ব জেলা/উপজেলা কার্যালয় |
ঐ |
* এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)